thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ভ্যানে চড়ে ভোটকেন্দ্র ঘুরে দেখলেন এফবিসিসিআই সভাপতি

২০১৪ জানুয়ারি ০৫ ১৮:৩১:১৭
ভ্যানে চড়ে ভোটকেন্দ্র ঘুরে দেখলেন এফবিসিসিআই সভাপতি

গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জনপ্রিয় পরিবহন ভ্যান গাড়িতে চড়ে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখলেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। রবিবার সকালে তিনি নিজ গ্রামের কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এরপর তিনি নিজের দামী গাড়িটি ব্যবহার না করে ভ্যান গাড়িতে চড়ে উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ভোট জনগণের গনতান্ত্রিক অধিকার। আমি ভোট দিতে আমার গ্রামের বাড়িতে এসেছি। সংবিধান সমুন্নত রাখতেই দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ভোটই শেষ ভোট নয়। প্রধান দুই দলের সমঝোতারভিত্তিতে আগামীতে নির্বাচন হতে পারে। তাই নির্বাচনকে কেন্দ্র করে দেশে যে নৈরাজ্য চলছে এটা আমাদের কারও মঙ্গলজনক নয়।

(দ্য রিপোর্ট/আরএসকে/ডব্লিউএনি/এসএ/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ভোটের খবর এর সর্বশেষ খবর

ভোটের খবর - এর সব খবর