thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সিরাজগঞ্জ-৫ আসনে ৩০ কেন্দ্রে এগিয়ে আ.লীগ

২০১৪ জানুয়ারি ০৫ ২০:৩৩:১০
সিরাজগঞ্জ-৫ আসনে ৩০ কেন্দ্রে এগিয়ে আ.লীগ

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। এরই মধ্যে ঘোষিত হয়েছে ৩০টি কেন্দ্রের ফলাফল।

এ পর্যন্ত ফলাফলে ১৮৭০২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ আব্দুল মজিদ মণ্ডল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান রতন পেয়েছেন ১৮৮৫ ভোট।

রবিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

এ আসনে আলহাজ আব্দুল মজিদ মণ্ডল নৌকা প্রতীকে ও আতাউর রহমান রতন লড়ছেন দোয়াত কলম প্রতীক নিয়ে।

এ ছাড়া অপর দুই প্রার্থী জাতীয় পার্টির আবু বক্কর সিদ্দিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৭৮ ভোট ও জেপি (মঞ্জু) মনোনীত ডা. আবুল হাসনাত গোফরান বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ৭২ ভোট।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটানিং অফিসার তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ৪৬৫ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪৮ হাজার ৮১২ জন।

দুটি উপজেলায় ভোটকেন্দ্রের সংখ্যা মোট ১২১টি। এর মধ্যে বেলকুচি উপজেলায় ৮২টি ও চৌহালী উপজেলায় ৩৯টি।

(দ্য রিপোর্ট/আরএ/এনডিএস/এসএ/জানুয়ারি ০৫,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

ভোটের খবর এর সর্বশেষ খবর

ভোটের খবর - এর সব খবর