thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

জাল ভোটের অভিযোগে আ.লীগ প্রার্থীর ৫ বছরের কারাদণ্ড

২০১৪ জানুয়ারি ০৫ ২২:১৩:৪৯
জাল ভোটের অভিযোগে আ.লীগ প্রার্থীর ৫ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল ভোট দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের প্রার্থী উম্মে ফাতেমা শিউলি আজাদকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে নির্বাচন থেকে সরে যাওয়া এ প্রার্থীর সঙ্গে উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন মন্টুকেও ৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার সন্ধ্যায় নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভ্রাম্যমাণ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট কামাল শিকদার জাল ভোট দেওয়ার অভিযোগে তাদের প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন।

এছাড়া লাঙল প্রতীকে সিল মারা ও সিলযুক্ত ব্যালট পেপার বহনের অভিযোগে জুবেদা খাতুন, নাসিমা বেগম ও কোহিনূর বেগম নামে ৩ সহকারী প্রিজাইডিং অফিসারকেও ৩ বছর করে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কামাল শিকদার।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কামাল শিকদার কারাদণ্ডাদেশের বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এএএস/এপি/ এনআই/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ভোটের খবর এর সর্বশেষ খবর

ভোটের খবর - এর সব খবর