thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

ময়মনসিংহের ৫ আসনে আ. লীগ ৪, জাপা ১

২০১৪ জানুয়ারি ০৫ ২২:৪৩:০৬
ময়মনসিংহের ৫ আসনে আ. লীগ ৪, জাপা ১

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহে ১১টি আসনের মধ্যে ৬টিতে আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ৬ প্রার্থী নির্বাচিত হয়েছেন। বাকি ৫টি আসনের নির্বাচনে ৪টিতে আওয়ামী লীগ এবং ১টিতে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ৮৭টি ভোট কেন্দ্রের ফলাফলে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকির (নৌকা) ৪৩ হাজার ৬৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী নাজনীন আলম (হরিণ) পেয়েছেন ১৫ হাজার ১২৩ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৪ হাজার ৫৩০ জন।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে ১১১টি ভোট কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের অ্যাডভোকেট মোসলেম উদ্দিন (নৌকা) এক লাখ ৬৪ হাজার ১১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাসদের আব্দুর রহমান (মশাল) পেয়েছেন ৮ হাজার ১৬ ভোট। এ আসনে মোট ভোটার ২ লাখ ৯১ হাজার ৯০২ জন।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ১০৮টি ভোট কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমএ হান্নান (লাঙল) ৩৬ হাজার ৩৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি মাওলানা রুহুল আমিন মাদানী (আনারস) পেয়েছেন ৩৩ হাজার ৩৬৪ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৩২১ জন।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ১০৯টি ভোট কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী ফাহমি গোলন্দাজ বাবেল (নৌকা প্রতীক) এক লাখ ৮৫ হাজার ৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের নুরুল ইসলাম খান (রিক্সা) পেয়েছেন ৪ হাজার ১৪৮ ভোট। এ আসনে ভোটার ২ লাখ ৯০ হাজার ৮১১ জন।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ৯৮টি ভোট কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আমানউল্লাহ (নৌকা) ৯১ হাজার ৩৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাহাদত ইসলাম চৌধুরী (আনারস) পেয়েছেন ১০ হাজার ৪০৩ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৫৫ জন।
এছাড়া ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন-ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন, ময়মনসিংহ-২ (ফুলপুর) আসনে আওয়ামী লীগের শরীফ আহাম্মদ, ময়মনসিংহ-৪ (সদর) আসনে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক ফার্স্ট লেডি বেগম রওশন এরশাদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে জাতীয় পার্টির সালাহ উদ্দিন মুক্তি, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগের আনোয়ারুল আবেদিন তুহিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
(দ্য রিপোর্ট/এআর/এপি/জানুয়ারি ০৫, ২০১৪)


পাঠকের মতামত:

SMS Alert

ভোটের খবর এর সর্বশেষ খবর

ভোটের খবর - এর সব খবর