thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

নির্বাচনী সহিংসতায় বীরগঞ্জে আহত শিবিরকর্মীর মৃত্যু

২০১৪ জানুয়ারি ০৬ ২০:৫৯:২৩
নির্বাচনী সহিংসতায় বীরগঞ্জে আহত শিবিরকর্মীর মৃত্যু

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরে রবিবার দুপুরে নির্বাচনী সহিংসতায় আহত শিবিরকর্মী সোমবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। নিহত শিবিরকর্মীর নাম আসাদুজ্জামান (১৮)।

হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার জেলার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর উইপির বেলাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট চলাকালীন সময়ে দুপুরের দিকে সংঘর্ষে আসাদুজ্জামান গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টার সময় মারা যায়।

এ নিয়ে দিনাজপুরে নির্বাচনী সহিংসতায় মোট ৬জন নিহত হল। এর মধ্যে বীরগঞ্জে ২জন, পার্বতীপুরে আনসার সদস্যসহ ৩জন ও দিনাজপুর সদর উপজেলায় একজন। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আলতাফ হোসেন নিহতের খবর নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমআইআর/এপি/ এনআই/জানুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ভোটের খবর এর সর্বশেষ খবর

ভোটের খবর - এর সব খবর