thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১,  ২৮ রবিউস সানি 1446

সোমবারের নতুন বই ৭৭টি

২০১৪ ফেব্রুয়ারি ১০ ২২:০৪:২০
সোমবারের নতুন বই ৭৭টি

দ্য রিপোর্ট প্রতিবেদক : সোমবার মেলায় নতুন বই এসেছে ৭৭টি। এর মধ্যে উপন্যাস ১৭, কবিতা ১৭, গল্প ১৩, জীবনী ৩, বিজ্ঞান বিষয়ক ৩টি অন্যতম।

মেলায় অনন্যা এনেছে ফরিদুর রেজা সাগরের ‘সুতোয় বাঁধায় পুতুল’, আসমা আব্বাসীর ‘ভ্রমর কইও গিয়া’, ন্যাশনাল পাবলিকেশন্স এনেছে বুলবুল চৌধুরীর ‘অতলের কথকতা’, কালি-কলম প্রকাশন এনেছে আহসান হাবীবের পৃথিবীর বিখ্যাত লেখকদের ‘এক ডজন মুচকি হাসির গল্প’, ঐতিহ্য এনেছে মনজুরুল হকের ‘পেট কাটি চাঁদিয়াল’ ও আবদুল মান্নান স্বপনের ‘গালি অভিধান’, চারুলিপি এনেছে হায়াৎ মামুদের ‘জাদুঘরের ভেঁপু’ ও ‘মৎস্যকন্যা’, বিভাস এনেছে মনি ইসলামের ‘ফুলচোর’, বিদ্যাপ্রকাশ এনেছে জুলফিয়া ইসলামের ‘নেই’, মহাকাল এনেছে সুমন ইসলামের ‘মহাশূন্যে ঘটনার ঘনঘটা’, ড. আহমদ শরীফের ‘অপ্রকাশিত রাজনৈতিক ও অন্যান্য রচনা : রাজনৈতিক সংকট’, সময় এনেছে ধ্রুব এষের ‘অন্ধকারে কয়েকটি জোনাকী’, মোশতাক আহমেদের ‘মুক্তিযোদ্ধা রতন’ ও শাহ আলম সাজুর ‘জোছনায় হলুদ কষ্ট’, উৎস প্রকাশন এনেছে মুন্সী সাদেক আলীর নাগরিলিপি সাহিত্য ‘কেতাব হালতুন্নবী, মৌলবী আকবর আলীর ‘আহকামে চরকা’, রব্বানী চৌধুরীর ‘সোনার বৈঠা সোনার নাও’, শিরীন পাবলিশার্স এনেছে গওহর গালিবের ‘চেনাতেই অচিন’, সাহিত্যদেশ এনেছে ইফতেখার হালিমের ‘জলের আড়ালের পিপাসার পদ্য’, ম্যাগনাম ওপাস এনেছে জসিম উদ্দিন টুটুলের ‘স্বপ্ন জাগে রাত্রি দিন’, এবং পার্ল এনেছে সৌমেন সাহার ‘বিজ্ঞানের লাগসই প্রজেক্ট’।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/সা/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর