thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

ফরিদপুর মুক্ত দিবস পালিত হলো শনিবার

২০১৬ ডিসেম্বর ১৭ ১৭:৩০:১২
ফরিদপুর মুক্ত দিবস পালিত হলো শনিবার

ফরিদপুর প্রতিনিধি : নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীন হয়েছিল বাংলাদেশ। তবে সেদিন দেশের বিজয়ানন্দে সামিল হতে পারেনি ফরদিপুরবাসী। কারণ, দেশ স্বাধীন হলেও এই অঞ্চলে তখনো আত্মসমর্পণ করেনি দখলদার পাকিস্তানি বাহিনী। তাদের বিতাড়িত করতে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল মুক্তিযোদ্ধারা।

তবে অকুতোভয় মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয় পাক হানাদার বাহিনী। ১৭ ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয় তারা। মুক্ত হয় ফরিদপুর।

যথাযথ মর্যাদায় তাই শনিবার (১৭ ডিসেম্বর) ফরিদপুর মুক্ত দিবস পালন করেছে এখানকার মানুষ। এ উপলক্ষে নানা কর্মসূচি আয়োজিত হয়েছে।

ফরিদপুর মুক্ত দিবস উপলক্ষে বিকেলে ফরিদপুর সার্কিট হাউজে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছেন বাংলাদেশ লিবারেশন ফোর্সেস (বিএলএফ) ফরিদপুর জেলা কমান্ডার শাহ মোহাম্মদ আবু জাফর। দিনটিকে স্মরণ করতে এদিন স্থানীয় মুক্তিযোদ্ধারা সমবেত হয়েছিলেন ফরিদপুর সার্কিট হাউজে।

সেখানে স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের পর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অবস্থিত গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান নসরু, এম এ সালাম লাল প্রমুখ।

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর