thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

সাজাভোগের পর ২ বাংলাদেশি কিশোরকে ফেরত

২০১৭ ফেব্রুয়ারি ১৫ ১৮:২৪:১৭
সাজাভোগের পর ২ বাংলাদেশি কিশোরকে ফেরত

দিনাজপুর প্রতিনিধি : আঠারো মাস সাজাভোগের পর দিনাজপুরের হাকিমপুরের হিলি ইমিগ্রেশন দিয়ে আল-আমিন (১৮) এবং মনিরুল ইসলাম মমিন (১৭) নামে দুই বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে ভারত হিলি ইমিগ্রেশন ওসি নাজির হোসেন বাংলাদেশ হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেনের কাছে তাদের হস্তান্তর করেন।

আল আমিন কুমিল্লার বুড়িচং উপজেলার ফরিজপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে এবং মনিরুল ইসলাম মমিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়া গ্রামের পিয়ারুল ইসলামের ছেলে।

এ সময় বিজিবি, বিএসএফ ও শিশু হোমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ওই দুই কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন জানান, ১৮ মাস আগে আলামিন ও মনিরুল অবৈধভাবে ভারতে প্রবেশ করলে সে দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের আটক করেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর