thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

বেঙ্গল থিয়েটারের ‘জলপুত্র’ মঙ্গলবার

২০১৭ ফেব্রুয়ারি ২৭ ১৫:২৫:৩১
বেঙ্গল থিয়েটারের ‘জলপুত্র’ মঙ্গলবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মঞ্চস্থ হবে বেঙ্গল থিয়েটারের নাটক ‘জলপুত্র’। হরিশংকর জলদাসের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন ‘রুমা মোদক’। নির্দেশনা দিয়েছেন হাসান রেজাউল।

একজন জেলে নারীর সংগ্রামী জীবনের পাশাপাশি জেলেপুত্রদের অধিকার সচেতন হয়ে উঠার চিত্র তুলে ধরা হয়েছে এ নাটকে। গত ২৯ জানুয়ারি নাটকটি মঞ্চে এনেছে বেঙ্গল থিয়েটার। মঙ্গলবার নাটকটির ২য় মঞ্চায়ন হবে।

জলপুত্র নাটকে অভিনয় করবেন- তাহমিনা, সিনথিয়া, প্রিয়ন্তী, রাসেল, হাবিব, আকাশ, রাজীব, সজিব, উজ্জল, তোফায়েল, রকি, রাশেদুল, প্রতিভা, জিসান, রবিন, শাহিন, জিয়া ও রেজাউল প্রমূখ।

নাটকটির আবহ সঙ্গীত করেছে উজ্জল মিয়া ও রাসেল আরেফীন। কোরিওগ্রাফী করেছেন মনি-মুক্তা ও এনামুল হক শাহিন। প্রযোজনা ব্যবস্থাপনায় রবিন দত্ত ও সার্বিক তত্ত্বাধানে আছে শ্যামা রনি।

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর