thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

বার্সা ছেড়ে যাচ্ছেন এনরিকে

২০১৭ মার্চ ০২ ১৩:২০:০৩
বার্সা ছেড়ে যাচ্ছেন এনরিকে

দ্য রিপোর্ট ডেস্ক : কাতালান ক্লাব বার্সেলোনার কোচের পদ থেকে চলতি মৌসুমের শেষে সরে দাঁড়াচ্ছেন লুইস এনরিকে। লা লিগায় স্পোর্টিং গিজনের বিপক্ষে ৬-১ ব্যবধানে জেতা ম্যাচ শেষে এই ঘোষণা দেন এনরিকে।

ম্যাচ শেষে ন্যু ক্যাম্পে সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, ‘চলতি মৌসুম শেষেই আমি আর বার্সেলোনার কোচ থাকছি না। ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমার উপর আস্থা রাখার জন্য। সেই সঙ্গে খেলোয়াড়দের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

৪৬ বছর বয়সি এনরিকে তিন মৌসুম ধরে বার্সার কোচের দায়িত্ব পালন করছেন। এ সময়ে তিনি বার্সাকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছিলেন। তবে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ৪-০ ব্যবধানে হারের পরই গুঞ্জন উঠেছিল এনরিকে হয়তো বার্সায় আর থাকছেন না। অবশেষে সেই গুঞ্জনকেই সত্যি করে বার্সা ছাড়ছেন এনরিকে।

২০১৪ সালের জুনে বার্সার কোচ হিসেবে যোগ দেওয়ার প্রথম মৌসুমেই দলকে ট্রেবল জেতান এনরিকে। তার অধীনে পরের মৌসুমে ঘরোয়া ফুটবলের ডাবল জেতে দলটি।

এনরিকের অধীনে এ পর্যন্ত মোট আটটি শিরোপা জেতা বার্সা এবারও কোপা দলে রের ফাইনালে উঠেছে। লা লিগার শিরোপা ধরে রাখার দৌড়েও আছে ভালোমতোই।

(দ্য রিপোর্ট/এনপিএস/মার্চ ০২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর