thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

সিলেটে বেঙ্গল সংস্কৃতি উৎসবে ‘মহাজনের নাও’

২০১৭ মার্চ ০২ ১৭:১২:৩২
সিলেটে বেঙ্গল সংস্কৃতি উৎসবে ‘মহাজনের নাও’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে চলছে ১০ দিনব্যাপী ‘বেঙ্গল সংস্কৃতি উৎসব’। শুক্রবার (৩ মার্চ) পর্দা নামবে এই উৎসবের। সমাপনী সন্ধ্যায় উৎসবের সৈয়দ মুজতবা আলী মঞ্চে শুক্রবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে সুবচন নাট্য সংসদের নাটক ‘মহাজনে নাও’।

শাহ আবদুল করিমের জীবন ও দর্শন নিয়ে শাকুর মজিদের রচনা থেকে নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। সুবচন নাট্য সংসদের প্রধান সম্পাদক আহাম্মেদ গিয়াস বলেন, ‘সিলেটে বেঙ্গল সংস্কৃতি উৎসবের সমাপনী সন্ধ্যায় মহাজনের নাও নাটকটি মঞ্চায়িত হবে।’

নাটকটিতে অভিনয় করবেন আহাম্মেদ গিয়াস, আনছার আলী, আসাদুল ইসলাম, সোনিয়া হাসান সুবর্ণা, তানভীর আহমেদ, শাহ সালাউদ্দিন, ইমরান হোসেন, সোহেল খান, রাসেল, ইমতিয়াজ, আল আমিন ও সোহান।

‘মহাজনের নাও’ নিয়ে সুবচন এ পর্যন্ত দক্ষিণ কোরিয়া, আসামের শিলচর, ত্রিপুরার বেলুনিয়া, জলপাইগুড়ির কোচবিহার, কলকাতার মধ্যমগ্রাম, রবীন্দ্র সদন ও একাডেমি অব ফাইন আর্টসে বিভিন্ন আন্তর্জাতিক নাট্য উৎসবে অংশগ্রহণ করেছে।

এ ছাড়া ২০১৪ সালে লন্ডনের টাওয়ার হ্যামলেটে ‘এ সিজন অফ বাংলা ড্রামা ফেস্টিভ্যাল’-এ নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশে নাটকটির মঞ্চায়ন প্রশংসা কুড়িয়েছে।

(দ্য রিপোর্ট/পিএস/মার্চ ০২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর