thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

১৫ প্রেক্ষাগৃহে ভুবন মাঝি

২০১৭ মার্চ ০২ ১৮:১১:৪৪
১৫ প্রেক্ষাগৃহে ভুবন মাঝি

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের ১৫টি প্রেক্ষাগৃহে শুক্রবার(৩ মার্চ) মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। মুক্তিযুদ্ধের সত্য ঘটনাকে উপজীব্য করে সিনেমাটি নির্মাণ করেছেন ফাখরুল আরেফিন খান।

‘ভুবন মাঝি’র মূখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও ঢাকার অপর্ণা ঘোষ। আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, কাজী নওশাবা আহমেদ, সুষমা সরকার, মাজনুন মিজান প্রমুখ।

ছবিটির সুর-সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার দোহার ব্যান্ডের কালিকা প্রসাদ। সিনেমাটির রয়েছে ছয়টি গান।

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ভুবন মাঝি

ঢাকা : স্টার সিনেপ্লেক্স, শ্যামলী, মধুমতি ও ব্লকবাস্টার সিনেমাস। ঢাকার বাইরে : মডার্ন (দিনাজপুর), ছায়াবাণী (ময়মনসিংহ), কেয়া (টাঙ্গাইল), শঙ্খ (খুলনা), বনানী (কুষ্টিয়া), বলাকা (ঠাকুরগাঁও), সেনা অডিটরিয়াম (সাভার), নিউ মেট্টো (নারায়ণগঞ্জ), বর্ষা (জয়দেবপুর), রূপকথা (পাবনা) ও মধুমতি (ভৈরব)।

(দ্য রিপোর্ট/পিএস/মার্চ ০২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর