thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

‘ভুবন মাঝি অন্যরকম সিনেমা’

২০১৭ মার্চ ০৩ ১২:৩৪:০৯
‘ভুবন মাঝি অন্যরকম সিনেমা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘পরমব্রতকে আপনারা অনেকেই চেনেন অসাধারণ অভিনেতা হিসেবে, উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের নাতি হিসেবে। কিন্তু আমি ৩৭ দিন তার কাজ করতে গিয়ে তাকে চিনেছি অসাধারণ একজন মানুষ হিসেবে। পরমব্রত খুবই ভালো একজন মানুষ।’- কথাগুলো বললেন ভুবন মাঝি চলচ্চিত্রের পরিচালক ফাখরুল আরেফিন খান।

আজ শুক্রবার দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। ছবিটিতে মূখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্ণা ঘোষ। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে পরমব্রত বলেন, 'বাংলাদেশের মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে অভিনয় করেছি। এটা আমার জন্য গর্বের। বাংলাদেশের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক।'

হেমলক সোসাইটি, বাইশে শ্রাবণের মতো চলচ্চিত্রে অভিনয় করে পরমব্রত ভারত-বাংলাদেশে সমানতালে জনপ্রিয়তা অর্জন করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবিতে অভিনয় প্রসঙ্গে পরমব্রত বলেন, ‘পশ্চিমবঙ্গের বাঙালি হলেও বাংলাদেশের স্বাধীনতাকে আমি আমার নিজের ইতিহাস হিসেবেই জেনে এসেছি।’

ভুবন মাঝি ভিন্নধারার সিনেমা উল্লেখ করে পরমব্রত বলেন, সিনেমাটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় হলেও সারা পৃথিবীতেই যুদ্ধের ছবি, খেলার ছবি বলতে আমরা এক ধরনের ফর্মুলা ভাবি। কিন্তু ‘ভূবন মাঝি’ সেই ফর্মুলা থেকে অনেক দূরের একটি ছবি। ভুবন মাঝি অন্যরকম একটি সিনেমা। এই কারণেই ছবিটি সবার ভালো লাগবে আশা করি।’

প্রযোজনা প্রতিষ্ঠান গড়াই ফিল্মস সূত্রে জানা যায়, সত্য ঘটনা অবলম্বনে মুক্তিযুদ্ধের গল্প ‘ভুবন মাঝি’। মুক্তিযুদ্ধের তিনটি প্রজন্মকে তুলে ধরা হয়েছে এতে। ছবির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্রপাধ্যায়, বাংলাদেশের অপর্ণা ঘোষ, মামুনুর রশীদ, মাজনুন মিজান ও নওশাবা প্রমুখ।

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ভুবন মাঝি

ঢাকা : স্টার সিনেপ্লেক্স, শ্যামলী, মধুমতি ও ব্লকবাস্টার সিনেমাস। ঢাকার বাইরে : মডার্ন (দিনাজপুর), ছায়াবাণী (ময়মনসিংহ), কেয়া (টাঙ্গাইল), শঙ্খ (খুলনা), বনানী (কুষ্টিয়া), বলাকা (ঠাকুরগাঁও), সেনা অডিটরিয়াম (সাভার), নিউ মেট্টো (নারায়ণগঞ্জ), বর্ষা (জয়দেবপুর), রূপকথা (পাবনা) ও মধুমতি (ভৈরব)।

(দ্য রিপোর্ট/পিএস/মার্চ ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর