thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

রমযানের ৭টি রহমত

২০১৭ মার্চ ০৪ ১৪:৫১:২৫
রমযানের ৭টি রহমত

দ্য রিপোর্ট ডেস্ক: রমযান বান্দার জন্য আল্লাহর দেয়া অশেষ নেয়ামত। রমযানের সিয়ামের মাধ্যমে রোজাদার ক্ষুধার্থের কষ্ট অনুধাবন করার সুযোগ পায়।এগারো মাস আরাম আয়েসে থেকে মুমিনগণ সম্পদহীন মানুষের এক কাতারে শামিল হয়। ক্ষুধার্থের কষ্ট অনুধাবন করে নিজেকে শুধরে নেয়। হালাল রুজি দ্বারা সেহরি খেয়ে আবার হারাল বস্তু দ্বারা ইফতার করলে রমজানের মূল উদ্দেশ্য হাসিল হয় এবং আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হন। রমযান মাসে আল্লাহ রহমতের সকল দরজা খুলে দেন। সেই রহমতসমূহের ৭টি রহমতের কথা আমরা জেনে নিই আরেকবার-

* রিযিক প্রশস্ত হয়।

* ধনজন বৃদ্ধি হয়।

* ইবাদত ও নেককাজের ফজিলত বহুগুণ বৃদ্ধি করে দেয়া হয়।

* শয়তানকে বন্দী করা হয়।

* রহমতের দরজা অতি প্রশস্ত হয়।

* বেহেশতের দরজা খুলে দেয়া হয় ও দোযখের দরজা বন্ধ করে দেয়া হয়।

* আল্লাহর সন্তুষ্টি লাভ হয়।

রোজা সম্পর্কে হযরত রাসূলুল্লাহ(সা.)বলেছেন, হে রোযাদারগণ তেমরা ইহুদিদের বিপরীত কাজ করার জন্য সেহেরী খাও। কারণ ইহুদিগণ সেহেরী খায় না। যে ব্যক্তি সেহেরী খাবে, তার জন্য সমস্ত ইহুদির সংখ্যা পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়া হবে।

(দ্য রিপোর্ট/একেএ/এনআই/মার্চ ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর