thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

পিএসএল ফাইনালে খেলছেন না আফ্রিদি

২০১৭ মার্চ ০৪ ১৫:২৫:০৭
পিএসএল ফাইনালে খেলছেন না আফ্রিদি

দ্য রিপোর্ট ডেস্ক : দুরন্ত জয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার জালমি। উমর আকমলের সেঞ্চুরিতে করাচি কিংসের বিপক্ষে জয় পেয়ে ফাইনালের টিকিট কেটেছে পেশোয়ার। তবে ভক্তদের জন্য একটি দুঃসংবাদ হচ্ছে ফাইনালের এ ম্যাচটিতে থাকতে পারবেন না অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

তৃতীয় কোয়ালিফায়ার ম্যাচে করাচি কিংসের বিপক্ষে খেলতে গিয়ে ডান হাতে চোট পান আফ্রিদি। এই চোটই তাকে শেষ অব্দি ফাইনাল থেকে ছিটকেই দিলো।

এক ভিডিও বার্তায় আফ্রিদি নিজেই এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘ডাক্তার আমাকে ১০ দিনের বিশ্রাম দিয়েছে। ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করছি, ৫ মার্চ পিএসএলের ফাইনাল খেলতে পারবো না বলে।’

তবে ফাইনাল ম্যাচটি খেলার জন্য অধীর আগ্রহ ছিল আফ্রিদির। তিনি বলেন, ‘আমি সত্যিই খুব করে চেয়েছিলাম ফাইনালটি খেলতে। বিশেষ করে লাহোরে আমার দেশের ক্রিকেট সমর্থকদের সামনে। কিন্তু এখানে এমন একটি বিষয় ঘটেছে যা আমার নিজের হাতে কিংবা অন্য কারো হাতে নেই।’

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ৫ মার্চ পিএসএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনালে পেশোয়োরের প্রতিপক্ষ কোয়েটা গ্লাডিয়েটর্স।

(দ্য রিপোর্ট/এনপিএস/মার্চ ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর