thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

কুসিক নির্বাচন, মাঠে নেমেছে র‌্যাব-বিজিবি

২০১৭ মার্চ ২৮ ০৯:৫০:৩১
কুসিক নির্বাচন, মাঠে নেমেছে র‌্যাব-বিজিবি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের ৩৪টিম ও ২৬ প্লাটুন বিজিবি নির্বাচনী মাঠে রয়েছে৷

মঙ্গলবার (২৮ মার্চ) কুমিল্লা র‌্যাবের আধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার দ্য রিপোর্টকে জানান, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য র‌্যাব-১১, সিপিসি-২, আজ ভোর ৬টা থেকে ৩১ মার্চ পর্যন্ত সন্ধ্যা ৬টি মোবাইল টহল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে ৪ দিন নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবে র‌্যাবের ৩৩৮ সদস্যের সমন্বয়ে ৩৪টি টিম৷

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসীন রেজা দ্য রিপোর্টকে জানান, সোমবার রাত থেকে নির্বাচনের পরদিন ৩১ মার্চ পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।

এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ২৬ মার্চ বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৭ মার্চলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল দ্য রিপোর্টকে জানান, বিজ্ঞপ্তির প্রকাশের পরও যদি কোনো বহিরাগত নির্বাচনী এলাকায় অবস্থান করে থাকেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এম/এনআই/মার্চ ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর