thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

ত্রিদিব রায়ের নামে স্থাপনা মুছতে হাইকোর্টের নির্দেশ

২০১৭ মে ২২ ১৫:১২:৪৭
ত্রিদিব রায়ের নামে স্থাপনা মুছতে হাইকোর্টের নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী প্রয়াত চাকমা রাজা ত্রিদিব রায়ের নামে থাকা পার্বত্য চট্রগ্রাম অঞ্চলের সকল স্থাপনা ও রাস্তার নাম ৯০ দিনের মধ্যে মুছে ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২২ মে) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানির করেন আইনজীবী শরীফ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। আর ত্রিবিদ রায়ের পক্ষে ছিলেন আইনজীবী তাজুল ইসলাম।

চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম সকল স্থাপনা থেকে মুছে ফেলার নির্দেশনা চেয়ে রবিবার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুই ব্যক্তি বদিউজ্জামান সওদাগর ও হেলাল উদ্দিন হাইকোর্টে রিট দায়ের করেন। সেই রিটের প্রেক্ষিতে

জানা যায়, একাত্তরে চাকমা রাজা ত্রিদিব রায়ের সহযোগিতায় রাঙামাটিতে গণহত্যা চলে। এই সময়ে রাঙামাটি মুক্ত করতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ছাত্র এবং এফ রহমান হলের আবাসিক ছাত্র ইফতেখারসহ ৮-১০ জনের একদল মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়।

(দ্য রিপোর্ট/কেআই/এআরই/মে ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর