thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

উপচেপড়া ভিড়, বিক্রিতে সেরা বাংলা একাডেমি

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ২১:০৩:০২
উপচেপড়া ভিড়, বিক্রিতে সেরা বাংলা একাডেমি

দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় এবারও বিক্রিতে এগিয়ে রয়েছে বাংলা একাডেমির প্রকাশনা| এ পর্যন্ত তাদের বিক্রির পরিমাণ কোটি ছাড়িয়েছে বলে বাংলা একাডেমি সূত্রে জানা গেছে।

একাডেমির বহুল বিক্রিত বইয়ের তালিকায় রয়েছে ‘ইংলিশ টু বাংলা অভিধান’। এ ছাড়াও অমর একুশে গ্রন্থমেলায় ২০১৪ তে প্রকাশিত গ্রন্থগুলোও দর্শকের দৃষ্টি কেড়েছে।

এবারের প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে বিবর্তনমূলক বাংলা অভিধান, তুমি কি কেবলেই ছবি (আলোকচিত্র), রবীন্দ্রজীবন (দুই খণ্ড), বাংলা ও বাঙালির ইতিহাস (৪র্থ খণ্ড, ১ম ও ২য় পর্ব), দুই খণ্ডে প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা (শেরপুর, নেত্রকোণা, মেহেরপুর, জামালপুর), লিয়েফ তলস্তয়, মোহাম্মদ ওয়াজেদ আলী রচনাবলী (৩য় খণ্ড), মহাচীনের কথা, বঙ্গবন্ধুর বীরগাঁথা, রাসেলের গল্প, সাম্প্রতিক দৃষ্টিতে রবীন্দ্রনাথ, গ্রামোন্নয়নে রবীন্দ্রনাথ, গ্রহণ করেছ যতো, রবীন্দ্রসংগীতকলা-২য়, শওকত ওসমান, আতোয়ার রহমান, সৈয়দ আলী আহসান, আবদুল হক চৌধুরী রচনাবলী-২য়, খোন্দকার মোহাম্মদ ইলিয়াস রচনা সংগ্রহ, রণেশ দাশগুপ্ত রচনাবলী-১ম, বাংলাদেশের ফুলের রাজ্য, ফয়েজ আহমেদের নির্বাচিত ছড়া, আধুনিক হাইড্রোলিক মেশিন, আউডিয়াস (বিশুদ্ধ প্রতিভাসবিজ্ঞানের সার্বিক অবতরণিকা), কাঠের পরিচিতি এনাটমি, ধীরেন্দ্রনাথ দত্ত, মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস (ময়মনসিংহ), কোয়ান্টাম জগৎ, শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা, ধানশালিকের দেশ (বঙ্গবন্ধু সংখ্যা) বিশ্বায়ন প্রবৃদ্ধি ও বৈষম্য স্বল্পোন্নত দেশসমূহ বাংলাদেশ প্রেক্ষিত, প্লেটোর আইন-কানুন, এ ডিকশনারি অব প্র্যাকটিক্যাল মেটেরিয়া মেডিকা (২য় খণ্ড), মৃত্যুহীন প্রাণ, এখলাসউদ্দিন আহমেদের শতছড়া, গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ (পুমু), ব্যবহারিক কম্পিউটার শব্দকোষ, চালাক শিয়াল ও বোকা শিয়াল, রাগবিন্যাস, হোমিওপ্যাথিতে জ্বরচিকিৎসা, উদ্ধারকৃত মুখমণ্ডল, বাংলাদেশের ছোটগল্পে জীবন, সমাজ ও সংস্কৃতি, কালিকারঞ্জন কানুনগো: জীবন ও কর্ম, ভাইবে মুজিব ইরম বলে, বীরশ্রেষ্ট নূর মোহাম্মদ শেখ (পুমু), বাংলাদেশের সংবিধানের শব্দ ও খণ্ডবাক্য (পুমু), বাংলা ভাষার শব্দভাণ্ডার অনার্যভাষী জনগোষ্ঠীর প্রভাব, উনিশ শতকে বাংলায় নারী-পুরুষ সম্পর্ক, রবীন্দ্র আশ্রয়ের ছায়াতল ও সংগীত কোষ ইত্যাদি।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/সা/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অমর একুশে গ্রন্থমেলা এর সর্বশেষ খবর

অমর একুশে গ্রন্থমেলা - এর সব খবর