thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

নির্বাচনে ৬৬ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

২০১৮ নভেম্বর ০৯ ১৫:৫৯:৫১
নির্বাচনে ৬৬ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

দ্য রিপোর্ট প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০টি সংসদীয় আসনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার নির্বাচন কমিশনের (ইসি) এক পরিপত্রে এই কথা জানানো হয়।

নিয়োপ্রাপ্ত ৬৬ জনের মধ্যে ৬৪ জন ৬৪ জেলায় দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক আর অন্য দুজন বিভাগীয় কমিশনার।

কমিশন জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রামের মেট্রোপলিটন এলাকার নির্বাচনী আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। জেলা পর্যায়ের নির্বাচনী আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকেরা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৩ ডিসেম্বর।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর