thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

টাংগাইলে জনপ্রিয় লাঠি খেলায় জনতার ভীড়

২০২১ ফেব্রুয়ারি ১০ ০০:২৮:৪৪
টাংগাইলে জনপ্রিয় লাঠি খেলায় জনতার ভীড়

টাংগাইল প্রতিবেদক: জেলার ভুঞাপুর উপজেলায় জনপ্রিয় লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ভুঞাপুরের বামনহাটা গ্রামে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনের বাড়িতে অনুষ্ঠিত এই লাঠি খেলা দেখতে শত শত লোকের ভীড় লক্ষ করা যায়।খেলায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা খেলোয়ারবৃন্দ অংশগ্রহণ করে।

গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলা দেখতে কিশোর কিশোরী থেকে শুরু করে যুবক বৃদ্ধসহ সকল শ্রেনীর মানুষ ভীড় করে। জীবনের দাঁড়প্রান্তে চলে আসা বৃদ্ধ মানুষেরা এই হারিয়ে যাওয়া খেলা দেখতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

খেলা দেখতে আসা ৭০ বছরের বৃদ্ধ শামসুল হক খান দ্য রিপোর্টকে বলেন, আগে নিয়মিতই লাঠি খেলা হতো। বিনোদনের জন্য এই খেলা দেখতে দূরদুরান্ত থেকে লোক আসতো। এখন এসব হয়না বললেই চলে।ঐতিহ্য ধরে রাখতে এসব খেলা ফিরিয়ে আনা জরুরী বলে জানান তিনি।

খেলায় অংশ নেওয়া আবু তালেব বলেন, ‘অনেকদিন পর এই খেলায় অংশগ্রহণ করলাম। ভাল লাগছে। মাঝেমধ্যেই এই খেলার আয়োজন হতে পারে বলে দাবি রাখেন তিনি।

এই গ্রামীণ বিনোদন মুলক খেলা গুলো যেন হারিয়ে না যায়, খেলা দেখতে আসা দর্শকেরা সেই দাবি জানান।

দ্য রিপোর্ট/জসিম/১০জানুয়ারি,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর