thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

কাবুলে রকেট হামলার পর মার্কিন সেনাদের পাল্টা হামলা

২০২১ আগস্ট ২৯ ২১:২৮:৪৭
কাবুলে রকেট হামলার পর মার্কিন সেনাদের পাল্টা হামলা

দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে বাইরে আবারও হামলার পর পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সেনারা।

রোববার (২৯ আগস্ট) এ হামলা চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের অফিসিয়াল সূত্রের বরাত দিয়ে বিষয়িটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে বাইরে আবারও হামলার পর পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সেনারা।

রোববার (২৯ আগস্ট) এ হামলা চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের অফিসিয়াল সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, মার্কিন বাহিনী ইসলামিক স্টেট অব খোরাশান (আইএস-কে) জঙ্গিদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। বিস্তারিত তথ্য আসলে এর পরিবর্তন হতে পারে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কাবুল বিমানবন্দরের পাশে এ হামলা চালানো হয়েছে। টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা যায় কালা ধোঁয়া আকাশে উড়ে যাচ্ছে। তবে এ হামলা কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

এর আগে বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সৈন্যসহ অন্তত ১৭০ জনের প্রাণহানি ঘটনা ঘটে। পরে হামলার দায় স্বীকার করে নেয় আফগান অনুসারী ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স (আইএসআইএস-কে)।

.(দ্য রিপোর্ট/আরজেড/২৯ আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর