thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

ইউক্রেনকে ১০ হাজারের বেশি ড্রোন দিচ্ছে  যুক্তরাজ্য

২০২৪ মার্চ ০৮ ২১:০৭:০৮
ইউক্রেনকে ১০ হাজারের বেশি ড্রোন দিচ্ছে  যুক্তরাজ্য

দ্য রিপোর্ট ডেস্ক:রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে এবার ইউক্রেনকে ১০ হাজারের বেশি ড্রোন সরবরাহ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার কিয়েভ সফরের সময় ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস ড্রোন সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব ড্রোনের জন্য আরও সাড়ে ১২ কোটি ইউরো ব্যয় হচ্ছে। এ নিয়ে ইউক্রেনে তাদের মোট ব্যয় বেড়ে সাড়ে ৩২ কোটি ইউরো দাঁড়াবে।

ইউক্রেনে তৃতীয় দফার সফরে শ্যাপস বলেন, বিশ্বের শীর্ষ স্থানীয় যুক্তরাজ্যের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে সরাসরি আনা অত্যাধুনিক নতুন ড্রোন ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে দিতে আমাদের প্রতিশ্রুতি বাড়াচ্ছি।

এ সময় তিনি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেন।

ব্রিটেন বলেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তার প্রতিবেশি দেশ ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে তারা দেশটিকে ৭০০ কোটি ডলারেরও বেশি সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

যুক্তরাজ্যই হচ্ছে প্রথম দেশ যারা ইউক্রেনের সামরিক বাহিনীকে দূর-পাল্লার বিভিন্ন অস্ত্র সরবরাহ করে। এর আগে গত মে মাসে দেশটি ঘোষণা দেয় যে, স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র পাঠাবে ইউক্রেনে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর