thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন

২০২৪ মার্চ ১০ ২১:৩৮:১০
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক:প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

রোববার (১০ মার্চ) রাত ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।বিভিন্ন অসুস্থতায় ভুগতে থাকাইহসানুল করিম দীর্ঘদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে ইহসানুল করিম রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্বে ছিলেন। ২০১৫ সালের ১৫ জুন তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে প্রথমে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। পরে তার চুক্তির মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। ইহসানুল করিমের জন্ম ১৯৫১ সালের ৫ জানুয়ারি। কুষ্টিয়া জেলার সন্তান করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম ডিগ্রি লাভ করেন।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর