thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

‘আ.লীগ লাঠি নিয়ে মিছিল করবে না’

২০১৩ ডিসেম্বর ৩০ ১৭:৫৭:০৬
‘আ.লীগ লাঠি নিয়ে মিছিল করবে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের নেতা-কর্মীরা আর লাঠি নিয়ে মিছিল করবে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

আদালত প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনায় দলীয়ভাবে তদন্ত করে দোষীদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

সচিবালয়ে সোমবার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

দ্বিতীয়বার কর্মসূচি দিয়ে ১০ জন লোকও জড়ো করতে পারেনি জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, এরকম দেউলিয়াপনা আমাদের ইতিহাসে বিরোধী দলের রাজনীতির আন্দোলনে দৃশ্যমান হয়নি। বেগম জিয়া আসলে রেগে গিয়ে হেরে গেছেন, বিরোধী দলের আন্দোলন রাজপথে নেই, নয়াপল্টনেও নেই। তাদের আন্দোলন আদালতের অঙ্গনে সীমিত হয়ে পড়েছে।

ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়া গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তনের কথা বলেছেন, খুবই অমার্জিত ও অশালীন ভাষায়। বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জ নিয়ে বিরোদীদলীয় নেত্রী বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন। রাজনীতিতে মতের ভিন্নতা থাকতে পারে, আদর্শের পার্থক্য থাকবে। একজন দায়িত্ত্বশীল নেত্রী হিসেবে এ ধরনের আচরণ বা ভাষা প্রয়োগ করতে পারে না, যা দেশের অনেক মানুষকে ব্যথিত ও অবাক করেছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের জনক বঙ্গবন্ধুর জন্মস্থানের যিনি নাম বদলাতে চান, তিনি কি ক্ষমতায় এসে বাংলাদেশের নাম বদলাতে চান?

আদালত প্রাঙ্গণের ঘটনার বিষয়ের মন্ত্রী বলেন, দলীয় পরিচয়ে রবিবার আদালত অঙ্গনে যারা বাড়াবাড়ি করেছে, দলের পক্ষে সেটা খতিয়ে দেখা হচ্ছে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট সবাইকে জানাতে চাই লাঠি নিয়ে আর মিছিল হবে না, নৌকা নিয়ে মিছিল হবে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর