thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

মংলা বন্দর উন্নয়নে চীনা প্রতিষ্ঠান নিয়োগের অনুমোদন

২০১৬ অক্টোবর ১৯ ২২:০৭:২২
মংলা বন্দর উন্নয়নে চীনা প্রতিষ্ঠান নিয়োগের অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : চীন সরকারের অর্থায়নে জি টু জি ভিত্তিতে বাংলাদেশ সরকারের বিশেষ অগ্রাধিকার প্রকল্প হিসেবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ‘মংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে একই পদ্ধতিতে জি টু জি ভিত্তিতে ‘জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ’ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব নীতিগত অনুমোদন পেয়েছে।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। একই পদ্ধতি অনুসরণ করে জি টু জি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে আখাউড়া-সিলেট রেলপথকে মিটারগেজ থেকে ডুয়েলগেজে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

একইস্থানে বিকালে অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ঐ বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন ‘পায়রা গভীর সমুদ্রবন্দরের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো/সুবিধাদি উন্নয়ন, শীর্ষক প্রকল্পের আওতায় চার লেন বিশিষ্ট রজপাড়া-পায়রা বন্দর সংযোগ সড়ক নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

জাপান সরকারের ডিআরজিএ অ্যান্ড ডিআরজিএফ-সিএফ ঋণ সহায়তায় বাস্তবায়নাধীন ‘পাহাড়তলী ওয়ার্কশপ উন্নয়ন’ উপ-প্রকল্পের আওতায় পাহাড়তলী কারখারার জিডি-১ প্যাকেজের কাজ করতে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়নাধীন একটি ক্রয় প্রস্তাব, ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পের অধীন প্রশ্নপত্র মুদ্রণ, ডাটা অন্তর্ভুক্তকরণ এবং আইসিআর প্রযুক্তির মাধ্যমে তা প্রক্রিয়াকরণ ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পের আওতায় পাবলিক ইনফরমেশন ক্যাম্পেইন প্যাকেজে ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপি/অক্টোবর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর