thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

ফরচুন সুজের ৪৯৭ শতাংশ দর বৃদ্ধি

২০১৬ অক্টোবর ২০ ১৬:০৬:০৯
ফরচুন সুজের ৪৯৭ শতাংশ দর বৃদ্ধি

দ্য রিপোর্ট প্রতিবেদক : লেনদেনের প্রথম দিনে ফরচুন সুজের ৪৯৭ শতাংশ বা ৪৯.৭ টাকা দর বেড়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) লেনদেনে শতভাগ রপ্তানিমূখী জুতা প্রস্তুতকারক কোম্পানিটির এ দর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ১০ টাকা মূল্যের ফরচুন সুজের শেয়ার সর্বশেষ ৫৯.৭০ টাকায় লেনদেন হয়েছে। তবে এদিন কোম্পানিটির শেয়ার ৪০.১০ টাকা থেকে ৬২.১০ টাকার মধ্যে লেনদেন হয়।

বৃহস্পতিবার কোম্পানিটির ৯৪ লাখ ৯৬ হাজার ৩০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যা প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ইস্যুকৃত ২ কোটি ২০ লাখ শেয়ারের ৪৩.১৭ শতাংশ। এছাড়া এ শেয়ারগুলো ৪৮ কোটি ৬১ লাখ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ২০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ২২ কোটি টাকা সংগ্রহ করেছে। যা দিয়ে ভবন নির্মাণ, মেশিন ও ইক্যুপমেন্ট ক্রয় করা হবে।

শতভাগ রুপ্তানিকারক ফরচুন সুজ বিশ্বের বিভিন্ন দেশে জুতা রপ্তানি করে থাকে। এসব দেশের মধ্যে রয়েছে- তাইওয়ান, নেদারল্যান্ডস, স্পেইন, সুইজারল্যান্ড, কানাডা ও জার্মানি। কোম্পানিটি শিশু, নারী, পুরুষ সবার জন্য জুতা তৈরী করে।

(দ্য রিপোর্ট/আরএ/অক্টোবর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর