thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

বিইউ’তে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০১৬ অক্টোবর ২৭ ২১:৫১:৩৬
বিইউ’তে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ ইউনিভাসিটি (বিইউ) মিলনায়তনে দিনব্যাপী ক্যারিয়ার বিষয়ক এক সেমিনার বৃহস্পতিবার (২৭ অক্টোবর ২০১৬) অনুষ্ঠিত হয়। এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রহমান।

বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠানে ‘রোড টু ক্যারিয়ার প্লানিং’ এর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক যুগ্ম সচিব এ এইচ এম আফজাল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইমামউদ্দিন, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. আশরাফ উদ্দিন চৌধুরী, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মোস্তফা কামালউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব:) নিয়াজ মোহাম্মদ খান, ছাত্র কল্যাণ উপদেষ্টা মাহফুজুল হক প্রমুখ।

সেমিনারে বক্তারা ইন্টারভিউ এর কৌশল, বর্তমান চাকরির বাজার ব্যবস্থাপনা এবং দক্ষতা বাড়াতে ছাত্রছাত্রীদের করণীয় বিষয়ের উপর গুরুত্ব দেন। সেই সঙ্গে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন হওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দেন।

সেমিনারে বাংলাদেশ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের প্রায় ২০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

(দ্য রিপোর্ট/কেআই/অক্টোবর ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর