thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

ষাটগম্বুজ মসজিদ পৃথিবীর জন্য আশীর্বাদ : বার্নিকাট

২০১৬ ডিসেম্বর ০১ ১২:৩৬:১০
ষাটগম্বুজ মসজিদ পৃথিবীর জন্য আশীর্বাদ : বার্নিকাট

বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেছেন, ‘ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ (ওয়ার্ল্ড হ্যারিটেজ) পৃথিবীর জন্য আশীর্বাদ। পুরাকীর্তিগুলো সংস্কৃতি বৈচিত্র্যের নিদর্শন রয়েছে এই মসজিদে। মসজিদটি সংস্কার করে এর পুরনো রূপে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ঐতিহাসিক এই মসজিদ দেখতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন ইউএসএইড মিশনের পরিচালক জেনিনা মেরুজেলস্কি, ইউএসএআইডির ডেপুটি ডিরেক্টর থমাস লাভ, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রত্নতত্ত্ব বিভাগের কাস্টোডিয়ান গোলাম ফেরদৌস, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট প্রত্নতত্ত্ব অধিদফতরের জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে প্রদর্শিত খান জাহান আলী (র.) এর ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন পুরাকীর্তির স্মারক সংগ্রহ ও প্রত্নবস্তু ঘুরে দেখেন।

(দ্য রিপোর্ট/এইচ/এআরই/এনআই/ডিসেম্বর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর