thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে রিজার্ভ

২০১৭ জুন ২২ ১৯:৫৩:০৪
৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে রিজার্ভ

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দিন শেষে রিজার্ভ গিয়ে দাঁড়িয়েছে ৩৩.১৭ বিলিয়ন ডলারে।

এ রিজার্ভ দিয়ে প্রায় ১০ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা।

এর আগে গত বছরের (২০১৬) নভেম্বরে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল। এরপর ৩২ থেকে ৩৩ বিলিয়নে আসতে সময় লাগল ৭ মাস।

সংশ্লিষ্টরা বলছেন, বৈদেশিক মুদ্রা মজুদ ব্যবস্থাপনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যের দাম কম থাকায় আমদানি ব্যয় কমে যাওয়ায় রিজার্ভ থেকে ব্যয় কম হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশিরা নিয়মিত রেমিটেন্স পাঠানোয় বৈদেশিক মুদ্রার মজুদও নতুন রেকর্ড গড়েছে।

(দ্য রিপোর্ট/এমকে/এজে/জুন ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর