thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে যানবাহনের ভিড়

২০১৭ জুলাই ২৪ ১৮:২০:১৯
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে যানবাহনের ভিড়

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বৈরি আবহাওয়ার কারণে ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে ১০টি ফেরি চলাচল করছে। তবে বৈরি আবহাওয়া এবং পদ্মার তীব্র স্রোতের সাথে বড় বড় ঢেউয়ের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারি জানান, সোমবার সকাল থেকে ঘাট এলাকায় প্রায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এরমধ্যে পণ্যবাহী যানবাহনের সংখ্যাই বেশি। বৈরি আবহাওয়ার কারণে ফেরিগুলো চলাচল করতে পারছে। দুর্ঘটনা এড়াতে রবিবার সন্ধ্যার পর থেকে ফেরির সংখ্যা কমিয়ে দেওয়া হয়। যাত্রীবাহী যানবাহনগুলোকে প্রধান্য দিয়ে ফেরিতে আগে উঠতে দেওয়া হচ্ছে। এই রুটে বর্তমানে ১০টি ফেরি চলছে।

(দ্য রিপোর্ট/একেএ/এপি/জুলাই ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর