thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

শৈশবে মিলবে অটিজমের চিহ্ন

২০১৩ নভেম্বর ০৭ ১৬:৫১:২৯
শৈশবে মিলবে অটিজমের চিহ্ন

দিরিপোর্ট২৪ ডেস্ক : সাধারণত অটিজম রোগে আক্রান্ত শিশুদের চিহ্নিত করতে মা-বাবা ও চিকিৎসকদের বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়। ফলে তাদের চিকিৎসাও শুরু হয় দেরিতে। সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে শিশুর দুই মাস বয়সে নির্ণয় করা যাবে এই রোগ আছে কিনা।

তিন বছর বয়সী শিশুরা অন্যদের দিকে কিভাবে তাকায় তা থেকে যুক্তরাষ্ট্রের গবেষকরা এই নতুন সিদ্ধান্তে আসেন।

গবেষণায় দেখা যায় অটিজম আক্রান্ত শিশুরা অন্যদের সাথে চোখের যোগাযোগ কমিয়ে দেয়। জীবনের প্রথম কয়েক মাসের মধ্যে এই চিহ্ন ফুটে ওঠে।

নেচার জার্নালে প্রকাশিত গবেষণাপত্রটিতে বলা হয় নতুন এই আবিষ্কার একদম কম বয়সেই অটিজমের চিকিৎসায় সুবিধা দেবে। গবেষণাটি করা হয় আটলান্টার ইমোরি ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের উদ্যোগে। এর জন্য তারা আই ট্রাকিং প্রযুক্তির সাহায্য নেন। তারপর পর্যবেক্ষণ করা হয় সামাজিক বিভিন্ন উদ্দীপকে শিশুরা কিভাবে নজর ও সাড়া দেয়। এতে দেখা অটিস্টিক শিশুরা অন্যদের চোখের দিকে তাকানো কমিয়ে দিচ্ছে।

গবেষণা প্রধান ড. ওয়েরেন জোনস বিবিসি নিউজকে বলেন, এই গবেষণা প্রথমবারের মতো জানাচ্ছে কিছু লক্ষণ বিচার করেই আমরা জন্মের প্রথম মাসেই শিশুর অটিজম আছে কিনা বুঝতে পারব।

তিনি আরো বলেন, এই পর্যন্ত অটিজমের যেসব লক্ষণ পা্ওয়া গেছে তার মধ্যে এটি সবচেয়ে প্রাথমিক চিহ্ন।

জোনস বলে, এই ধরনের শিশুরা ছয় মাস বয়সের মধ্যে চক্ষু যোগাযোগ বন্ধ করে দেয়।

এই পরীক্ষার জন্য ৫৯ জন শিশুকে গবেষণার অন্তর্ভুক্ত করা হয়। এদের সবার সহোদর’রা অটিজম আক্রান্ত। তাই তারা আক্রান্ত হবার ঝুঁকির মধ্যে ছিলো। তাদেরকে তিন বছর বয়স থেকে লক্ষ্য করা হচ্ছিল। সাধারণত এই বয়সে শিশুদের মধ্যে অটিজমের লক্ষণ ফুটে উঠে। এদের মধ্যে ১৩ জনের অটিজম স্পেকটাম ডিসওর্ডার পাওয়া গেছে।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর