thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

‘এখন উচ্চ আদালতে রায় বাংলায় হচ্ছে’

২০১৮ ফেব্রুয়ারি ২১ ২০:৩৮:০২
‘এখন উচ্চ আদালতে রায় বাংলায় হচ্ছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : উচ্চ আদালতে বাংলার আরো বেশি ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। এখন উচ্চ আদালতের রায় বাংলায় হচ্ছে। অন্যান্য বিষয়ও বাংলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধান বিচারপতির সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে আপিল বিভাগের বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার উপস্থিত ছিলেন।

এর আগে প্রাক্তন প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, উচ্চ আদালতের সর্বক্ষেত্রে বাংলার ব্যবহার চালু করা উচিত। প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের মানসিকতা থাকলে এটা বাস্তবায়ন করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর