thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০, ৩০ আষাঢ় ১৪২৭,  ২৩ জিলকদ  ১৪৪১

নরসিংদীতে জুট মিলে আগুন, দমকল কর্মীসহ আহত ৩

২০১৮ সেপ্টেম্বর ০৮ ০৭:৫১:৪৬
নরসিংদীতে জুট মিলে আগুন, দমকল কর্মীসহ আহত ৩

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে জনতা জুট মিলে অগ্নিকাণ্ড হয়েছে। এতে আহত হয়েছেন দমকল বাহিনীর কর্মীসহ তিনজন।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে জনতা জুট মিলের ফিনিশিং গুদামে এ আগুন লাগে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

আহতরা হলেন-দমকল বাহিনীর কর্মী মাহমুদুল হাসান এবং জুট মিলের দুই নিরাপত্তা কর্মী রাকিবুল ও আবদুল করিম মিয়া।

জনতা জুট মিলের প্রশাসনিক কর্মকর্তা লিটন মিয়া জানান, সন্ধ্যায় মিলের ফিনিশিং গোডাউনে আগুন লাগলে দমকল বাহিনীকে খবর দেয়া হয়। পরে দমকল বাহিনীর দুটি ইউনিট এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে প্রায় ৪০ লাখ টাকার পাটপণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।আগুন নেভানোর চেষ্টা।

পলাশ উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র সহকারী কর্মকর্তা সাদিকুল বারী জানান, রাতে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এসময় আহত হন এক দমকল কর্মীসহ তিনজন। তবে, মিলে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

ঢাকা এর সর্বশেষ খবর

ঢাকা - এর সব খবর