thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

ফাইনাল এখন ২৪ ওভারের

২০১৯ মে ১৭ ২২:১৬:৩৮
ফাইনাল এখন ২৪ ওভারের

দ্য রিপোর্ট ডেস্ক : টি-টোয়েন্টি নয়, তবে টি-টোয়েন্টির বিনোদনই অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য। ডাবলিনে বৃষ্টির কারণে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ফাইনালটি পরিণত হয়েছে ২৪ ওভারের ম্যাচে।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২০.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল বিনা উইকেটে ১৩১ রান। শাই হোপ ৫৬ বলে ৬৮ আর সুনিল এমব্রিস ৬৫ বলে ৫৯ রানে ব্যাট করছিলেন।

ওভার কমে আসায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে আর পাবে ৩.৫ ওভার বা ২৩ বল। তারপর যে লক্ষ্য দাঁড় করাবে, বাংলাদেশকে ২৪ ওভারের মধ্যে সেটা তাড়া করতে হবে।

খেলা পুনরায় আরম্ভ হবে বাংলাদেশ সময় রাত ১০.৩০ মিনিটে। তবে এর মধ্যে যদি আবারও বৃষ্টি শুরু হয় কিংবা কোনো কারণে খেলা পণ্ড হয়, তবে কপাল পুড়বে ওয়েস্ট ইন্ডিজের। চ্যাম্পিয়ন হয়ে যাবে বাংলাদেশ।

তখন হিসেবে চলে আসবে গ্রুপপর্বের পারফরম্যান্স। যেখানে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। গ্রুপপর্বে ৩ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে শেষ করেছে টাইগাররা।

যেখানে ২ জয়ে বোনাস পয়েন্টসহ ৯ পয়েন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজের। এমনকি বাংলাদেশের সঙ্গে মুখোমুখি দুইবারের দেখায় দুটিতেই হেরেছে ক্যারিবীয়রা।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ১৭,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর