thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

সাভারে গুলিবিদ্ধ ৫

২০১৩ অক্টোবর ২৮ ১৬:১৩:৫৭
সাভারে গুলিবিদ্ধ ৫

সাভার সংবাদদাতা : রাজফুলবাড়িয়া এলাকার ঢাকা- আরিচা মহাসড়কে ছাত্রদল ও পুলিশের মধ্যে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীও পুলিশ জানায়, সকাল ৮টার দিকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় হরতালের সমর্থনে ছাত্রদলের নেতাকর্মীরা পিকেটিং শুরু করে। এক পর্যায়ে তারা মহাসড়কের উপর একটি অ্যাম্বুলেন্সসহ প্রায় ২০টি গাড়ি ভাঙচুর ও মহাসড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা মহাসড়কে বাঁশ ফেলে রাস্তা অবরোধের চেষ্টা করে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্য করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পাল্টা জবাবে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। প্রায় আধাঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষের একপর‌্যায়ে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ছাত্রদলের পাঁচজন গুলিবিদ্ধসহ আহত হন অর্ধশতাধিক নেতাকর্মী।

আশুলিয়ার জিরাবো এলাকায় নবীনগর আব্দুল্লাপুর সড়কে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে হরতাল সমর্থকরা।

এ ব্যাপারে সাভার সার্কেলের এএসপি মশিউদ্দৌলা রেজা জানান, রাজফুলবাড়িয়া এলাকায় অবরোধ ভাঙতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

(দিরিপোর্ট২৪/এনএইচ/এইচএস/অক্টোবর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর