thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

টিউশন ফি প্রত্যাহারের দাবি

ঢাবিতে প্রগতিশীল ছাত্র জোটের ধর্মঘট মঙ্গলবার

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৪:৫৮:৪৬
ঢাবিতে প্রগতিশীল ছাত্র জোটের ধর্মঘট মঙ্গলবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের প্রথম বর্ষের অনার্স কোর্সের ১ লাখ ৩৭ হাজার টাকা টিউশন ফি ও সব বিভাগের বিভাগ উন্নয়ন ফি প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশেদ শাহরিয়ার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের বর্ধিত ফি কমানের জন্য ওই বিভাগের চেয়ারম্যানের সঙ্গে দেখা করা হয়। এর পর একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের এই দুই কর্তা ব্যক্তির কাছ থেকে আমরা ইতিবাচক কোনো সাড়া পায়নি।’

তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। প্রথমে আমরা কলাভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদে এই আন্দোলনের সূচনা করছি। আমাদের দাবি আদায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের দাবি আদায়ে কঠোর কর্মসূচিতে নামছি।’

সংবাদ সম্মেলনে একই দাবিতে সোমবার মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রহুল আমিন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মারুফ বিল্লাহ তন্ময়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক প্রীতিলতা ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা।

এদিকে একই দাবিতে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল সমাবেশ করেছে সংগঠনটি।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমসি/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর