thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

উত্তর জনপদে বইছে শীতের হাওয়া

২০১৩ নভেম্বর ০৫ ১০:০৮:১১
উত্তর জনপদে বইছে শীতের হাওয়া

কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের জনপদে বইতে শুরু করেছে শীতের হাওয়া। একদিকে গরমের প্রভাব যেমন কমছে, তেমনি শীতের মাত্রা বাড়ছে। সন্ধ্যার পর গায়ে দিতে হয় গরম কাপড়। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে উত্তরাঞ্চল। গভীর রাতে টিনের চালে শিশিরের টপটপ শব্দ, ভোরে ঘাস ও লতাপাতা থাকে শিশিরভেজা।

কুড়িগ্রামসহ উত্তরাঞ্চল হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ অঞ্চলে শীত একটু আগেভাগেই আসে। তবে এবার একটু ভিন্ন। লক্ষ্য করা গেছে, অন্যান্য বছরে সাধারণত শীতের আগমন ঘটে অগ্রহায়ণ ও পৌষ মাসে। এবার কার্তিকের মাঝামাঝিতেই শীতের আগমন।

শীতের আগমন বার্তায় গরম কাপড় ব্যবসায়ীরাও ব্যস্ত হয়ে পড়েছেন গরম কাপড় আমদানিতে। কুড়িগ্রামের পুরনো কাপড় ব্যবসায়ীদের অনেকেই চট্টগ্রাম থেকে গরম কাপড় এনে পসরা সাজাচ্ছেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগেভাগে গরম কাপড় ও কম্বল এনে রাখলে শীত বাড়ার সঙ্গে সঙ্গে দ্বিগুণ এমনকি তারও বেশি দামে বিক্রি করতে পারবেন।

অপরদিকে আবহাওয়া পরিবর্তনের কারণে শিশু ও বৃদ্ধরা ঠাণ্ডাজনিত রোগে ভুগছেন।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/নভেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর