thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

মেসির সমালোচনায় চাকরি হারালেন বার্সা পরিচালক

২০১৭ জানুয়ারি ১৪ ১৪:২৪:৫৫
মেসির সমালোচনায় চাকরি হারালেন বার্সা পরিচালক

দ্য রিপোর্ট ডেস্ক : আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বিপক্ষে এক মন্তব্য করেই চাকরি খোয়ালেন বার্সেলোনার স্পোর্টস ইনস্টিটিউশনাল রিলেশন বিভাগের প্রধান পেরে গ্রাটাকস। বার্সার মহাতারকার বিরুদ্ধে কথা বললে যে এমন পরিণতি হবে এটা বলাই বাহুল্য।

শুক্রবার কোপা দেল রের শেষ আটের ড্র অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে গ্রাটাকস বলেন, ‘নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তা, পিকে এবং অন্য সতীর্থদের ছাড়া ততটা ভালো খেলোয়াড় নন। তবে অবশ্যই মেসি সেরা খেলোয়াড়। শুধু এটাই।’

তবে গ্রাটাকসের এমন মন্তব্যের ফল পেতে বেশি দেরি করতে হয়নি। ২৪ ঘন্টার মধ্যেই কাতালান এই ক্লাবটির ইনস্টিটিউশনাল রিলেশন বিভাগের প্রধান পদ থেকে তাকে বরখাস্ত করা হয়।

তবে গ্রাটাকসের বক্তব্য নিয়ে ততটা মাথা ঘামাননি দলের কোচ লুইস এনরিক। গ্রাটাকসের বক্তব্যে তিনি বলেন, ‘আমি এসব বিষয় খেলার মধ্যে আনতে চাই না। আমি তার কথা শুনেছি। তিনি বলেছেন মেসিই সেরা খেলোয়াড়।’

তবে বার্সা কর্তৃপক্ষ এটাকে সহজভাবে নেয়নি। শুক্রবার বার্সার পক্ষে থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গ্রাটাকসের কথা ও আমাদের মতামত এক হতে হয়নি।’

উল্লেখ্য, গ্রাটাকসকে স্পোর্টস ইনস্টিটিউশনাল রিলেশন বিভাগের প্রধান পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও তাকে বার্সাতেই রাখছে কর্তৃপক্ষ। তাদের লা মেসিয়া প্রকল্পের ‘মাসিয়া ৩৬০’তে কাজ করবেন গ্রাটাকস।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/জানুয়ারি ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর