thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১২ জমাদিউল আউয়াল 1446

সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, কারখানা ছুটি ঘোষণা

২০১৩ নভেম্বর ০৬ ১৬:২৮:৪৩
সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, কারখানা ছুটি ঘোষণা

আশুলিয়া সংবাদদাতা : বেতন বৃদ্ধির দাবি ও মজুরি বোর্ডকর্তৃক নির্ধারিত বেতন মালিক পক্ষ না মানায় সাভারে ফের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সাভার ও আশুলিয়ার ৪টি পোশাক কারখানায় বুধবার সকাল থেকে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভারের স্টান্ডার্ড গার্মেন্টেস ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ।

শ্রমিক সূত্র জানায়, সাভারের হেমায়েতপুর এলাকার স্টান্ডার্ড গার্মেন্টেস শ্রমিকরা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন শুরু করে। এক পর্যায়ে তারা কারখানার ভেতরেই বিক্ষোভ করতে থাকে। পরে শ্রমিকরা কারখানার বাইরে গিয়ে হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধ করার চেষ্টা করে।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে কারখানাটি ছুটি ঘোষণা করেনকর্তৃপক্ষ।

একই দাবিতে আশুলিয়ার জিরাবো এলাকার মাসকাট, সাউদান ও রেডিয়েন কারখানায় শ্রমিকরা কাজ যোগ না দিয়ে কর্মবিরতি কর্মসূচি পালন করছে।

এ ব্যাপারে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, কারখানাগুলোতে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। তবে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দিরিপোর্ট২৪/এফএস/এমডি/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর