thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

গত সপ্তাহে ২১ শতাংশ লেনদেন বৃদ্ধি

২০১৭ ফেব্রুয়ারি ২৪ ১১:৩৬:৪৯
গত সপ্তাহে ২১ শতাংশ লেনদেন বৃদ্ধি


দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (১৯-২৩ ফেব্রুয়ারি) দৈনিক গড় হিসেবে প্রায় ২১ শতাংশ আর্থিক লেনদেন বেড়েছে। এ ছাড়া মূল্য সূচক ও বাজার মূলধন বেড়েছে। তবে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময় ডিএসইতে দৈনিক গড় হিসাবে ১ হাজার ২৯৩ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ১ হাজার ৭০ কোটি ৮ লাখ টাকার। এ হিসাবে লেনদেন বেড়েছে ২০.৮৬ শতাংশ। তবে গত সপ্তাহে ১ কার্যদিবস কম লেনদেন হওয়ায় মোট হিসেবে কমেছে। গত সপ্তাহে ডিএসইতে মোট ৫ হাজার ১৭৩ কোটি ১৫ লাখ টাকা লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহে হয়েছিল ৫ হাজার ৩৫০ কোটি ৪০ লাখ টাকার। এ হিসাবে লেনদেন কমেছে ৩.৩১ শতাংশ।

গত সপ্তাহে মোট লেনদেনের ৯৩.৮০ শতাংশ ‘এ’ ক্যাটাগরিভুক্ত, ২.৬৫ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ২.২৬ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ১.২৮ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে হয়েছে।

এ সময় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৬৬ পয়েন্ট বা ০.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৬২৫ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএক্স শরিয়াহ সূচক ৩.৩৩ পয়েন্ট বা ০.২৫ শতাংশ ও ডিএসই ৩০ সূচক ৮.৫২ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়েছে। এর আগের সপ্তাহে ডিএসইএক্স ৭৮.২০ পয়েন্ট বা ১.৪২ শতাংশ শতাংশ বেড়েছিল।

গত সপ্তাহে ডিএসইতে ৩৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৭টি বা ৩৮.২৫ শতাংশ কোম্পানির। আর দর কমেছে ১৮০টি বা ৫৪.২২ শতাংশ কোম্পানির ও অপরিবর্তিত রয়েছে ২৫টি বা ৭.৫৩ শতাংশ কোম্পানির।

সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৭৪ হাজার ৫০৮ কোটি টাকা। সপ্তাহের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৬ হাজার ২২২ কোটি টাকায়। অর্থাৎ গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ০.৪৬ শতাংশ।

গত সপ্তাহে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের শেয়ার। এ সময় কোম্পানির ২০৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৪.০১ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের লেনদেন হয়েছে ১৮৭ কোটি ৪০ লাখ টাকার, যা সপ্তাহের মোট লেনদেনের ৩.৬২ শতাংশ। ১১৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- আইডিএলসি ফাইন্যান্স, এ্যাপোলো ইস্পাত, ইফাদ অটোস, এএফসি অ্যাগ্রো বায়োটেক, সিএমসি কামাল টেক্সটাইল, তিতাস গ্যাস ও সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।

(দ্য রিপোর্ট/আরএ/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর