thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

বিসিবি ফিজিও কনওয়েকে অব্যাহতি

২০১৭ মার্চ ০১ ২১:০৬:৫৭
বিসিবি ফিজিও কনওয়েকে অব্যাহতি

দ্য রিপোর্ট ডেস্ক : বেতন সংক্রান্ত চুক্তিতে জটিলতার জের ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে ডিন কনওয়েকে। বুধবার(১ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

নিয়োগ পাওয়ার পর গেল নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন কনওয়ে। এরপর ঐতিহাসেক ভারত সিরিজেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে সম্প্রতি বেতন সংক্রান্ত চুক্তি নিয়ে বিসিবির সঙ্গে ঝামেলা বাঁধে তার। এরই জেরে টিকিট কাটা হলেও বাংলাদেশ দলের সঙ্গে চলমান শ্রীলঙ্কা সফরে যাননি এই ইংলিশ ফিজিও। বরং দেশের পথেই পাড়ি জমান তিনি।

যদিও ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল কনওয়ের। কিন্তু হঠাৎ করেই ঝামেলা সৃষ্টি হওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে বিসিবিকে।

এ ব্যাপারে সাংবাদিকদের আকরাম খান বলেছেন, ‘কনওয়ের সঙ্গে আমাদের বেশ কিছুদিন ধরেই বনিবনা হচ্ছিল না। তাই তাকে আমরা ছেড়ে দিয়েছি। আজ থেকেই তাকে ছাঁটাই করা হয়েছে। ইতোমধ্যেই তিনি দেশে ফিরে গেছেন।’

(দ্য রিপোর্ট/এজে/এনআই/মার্চ ০১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর