thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

সিপিএল প্লেয়ার ড্রাফটে ৪ বাংলাদেশি

২০১৭ মার্চ ০২ ১৫:২৫:১০
সিপিএল প্লেয়ার ড্রাফটে ৪ বাংলাদেশি

দ্য রিপোর্ট ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আসন্ন আসর উপলক্ষ্যে প্লেয়ার ড্রাফট ঘোষণা করা হয়েছে। যেখানে জায়গা পেয়েছেন চার বাংলাদেশি। এরা হলেন, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ এবং এনামুল হক বিজয়।

এছাড়া আগে থেকেই সিপিএলে অংশ নেওয়া সাকিব আল হাসানকে তার দল জ্যামাইকা তালাওয়াশ ধরে রেখেছে।

খেলোয়াড় নিলামে আর জায়গা পেয়েছেন আইপিএলে চমক সৃষ্টি করা ইংল্যান্ডের ফাস্ট বোলার টাইমাল মিলস। এছাড়া আরও আছেন আফগানিস্তানের রশিদ খান ও মোহাম্মদ নবী।

নিলামের ড্রাফটে থাকা ২৫৮জন খেলোয়াড়ের মধ্যে পাকিস্তানের ৪৬ জন, অস্ট্রেলিয়ার ২৮ জন, নিউজিল্যান্ডের ১৭ জন, দক্ষিণ আফ্রিকার ১৬, শ্রীলঙ্কার ১৯, ইংল্যান্ডের ৪ জন, আয়ারল্যান্ডের ৩, আফগানিস্তানের ৫, কানাডার ২, ওমানের ১, যুক্তরাষ্ট্রের ১ ও জিম্বাবুয়ের ৪ জন খেলোয়াড় রয়েছেন।

আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে নিলাম। আগামী ১ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত আসরটি অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এনপিএস/মার্চ ০২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর