thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সতর্ক শুরু

২০১৭ মার্চ ০৪ ১১:২২:৫২
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সতর্ক শুরু

দ্য রিপোর্ট ডেস্ক : পুনে টেস্টে বাজেভাবে হারের পর সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোই ভারতের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যেই শনিবার (০৪ মার্চ) অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত। আর ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিরাট কোহলির দল।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই দলীয় ১১ রানে অভিনব মুকুন্দের উইকেটটি হারায় ভারত। রানের খাতা খোলার আগেই তাকে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। তবে এরপর বেশ সতর্কভাবেই খেলে চলেছেন লোকেশ রাহুল ও চেতন পূজারা।

এ প্রতিবেদন লেখা অব্দি ভারতের সংগ্রহ ১ উইকেটে ৬৪ রান। রাহুল ৪৩ রানে এবং পূজারা ১৪ রানে উইকেটে রয়েছেন।

ভারত টানা ১৯ টেস্টে অপরাজিত থাকার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোঁচট খায়। চার ম্যাচ সিরিজের শুরুতেই বড় এক ধাক্কা খেয়েছে বিরাট কোহলির দল। নিজেদের পাতানো ফাঁদে নিজেরাই আটকা পড়ে স্বাগতিকরা! স্পিনবান্ধব উইকেটে তিন দিনেই ম্যাচের নিষ্পত্তি ঘটে।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/মার্চ ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর