thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৭ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে চিটাগং

২০১৭ ডিসেম্বর ০৩ ১৩:৫৫:০২
সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে চিটাগং

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে সিলেট সিক্সার্সের বিপক্ষে ব্যাট করছে চিটাগং ভাইকিংস।

রবিবার (৩ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সিলেটের দলপতি নাসির হোসেন।

প্রথম তিন ম্যাচে টানা জয় পায় সিলেট। এরপর হঠাৎ করেই ছন্দপতন। সাত ম্যাচে পরাজয় ঝুলিতে পুরে সিলেট। একটি ম্যাচে বৃষ্টির জন্য পয়েন্ট ভাগাভাগি হয়। এ ম্যাচে অবশ্যব জিততে হবে তাদের। অপর দিকে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসকেও হারতে হবে। সে ক্ষেত্রেই সুরমাপারের দলটি প্লে-অফে যেতে পারবে। ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে সিক্সার্সরা।

অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা চিটাগং আগেই প্লে-অফের যাত্রা থেকে ছিটকে পড়েছে। ১০ ম্যাচে মাত্র দুইটি ম্যাচে জয় পেয়েছে তারা।

এরইমধ্যে চলতি আসরে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইটান্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস।
১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে তামিম ইকবালের কুমিল্লা। ১১ ম্যাচে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা। তৃতীয় স্থানে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট তাদের।

চিটাগাং ভাইকিংস
সৌম্য সরকার, লুক রনকি, লুইস রিচ, স্টিয়ান ভ্যান জাইল, সিকান্দার রাজা, রায়েদ এমরিট, তানবির হায়দার, সানজামুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও ইরফান শুক্কুর।

সিলেট সিক্সার্স
বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, সাব্বির রহমান, নাসির হোসেন, রস হুইটলি, সোহেইল তানভির, কামরুল ইসলাম রাব্বী, আবুল হাসান, নাবিল সামাদ, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ শরীফুল্লাহ

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর