thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

খাদ্যে ভেজাল : সিএফসিসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

২০১৯ এপ্রিল ১৩ ১৬:৪৭:৫২
খাদ্যে ভেজাল : সিএফসিসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভেজাল বিরোধী অভিযানে রাজধানীর মিরপুরে চারটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ এপ্রিল) মিরপুর-১ এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। এতে ঢাকা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল জব্বার মণ্ডল নেতৃত্ব দেন। শাহ আলী থানার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শাহ আলী থানাধীন মিরপুর-১ গোলচত্বরের উত্তর পাশে অবস্থিত টেস্টি ট্রিটকে মেয়াদ উত্তীর্ণ পাস্তা রাখার অপরাধে ৩০ হাজার টাকা, সিএফসিকে পোড়া তেল ব্যবহার করার অপরাধে ২০ হাজার টাকা, বিদেশি মোড়কজাত পণ্যের গায়ে আমদানিকারকের স্পিকার এবং এমআরপি না থাকায় টাইম ফার্মাকে ১০ হাজার টাকা এবং আল্লাহর দান রেস্টুরেন্টকে বাসি গ্রিল এবং রান্না করা মাংস কাচা মাংসের সাথে একত্রে ফ্রিজের এক চেম্বারে সংরক্ষণ করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর