thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষাপদ্ধতিতে পরিবর্তন আসছে

২০২১ জুন ২২ ১৭:৫৯:৪১
পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষাপদ্ধতিতে পরিবর্তন আসছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণের সময়ে উচ্চশিক্ষার ক্ষতি কাটিয়ে উঠতে বেশকিছু পরিবর্তন আনতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষাবর্ষের সময় কমানো, বিভিন্ন ছুটি বাতিলসহ ছয়টি প্রস্তাব দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের ‘রিকভারি গাইডলাইন’ পাঠানো হয়েছে। সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার এই গাইডলাইন পাঠায় ইউজিসি।

ইউজিসির পাঠানো ছয় প্রস্তাবনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিতে হবে।

গাইডলাইনে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত একাডেমিক ক্যালেন্ডারের সময় ‘উল্লেখযোগ্য ও গ্রহণযোগ্যভাবে’ কমিয়ে আনতে বলা হয়েছে। এ ছাড়া ব্যবহারিকসহ সব বিষয়ের ক্লাস, ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, কুইজ, চূড়ান্ত পরীক্ষা প্রচলিত সময়ের চেয়ে কম সময়ের মধ্যে সম্পন্ন করতে বিভিন্ন ছুটি কমানো বা বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে।

সেই সঙ্গে একাডেমিক ক্যালেন্ডারের সময় কমানোর স্বার্থে ক্লাস টেস্ট, কুইজ, মিডটার্ম পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, টার্ম পেপারের মতো মূল্যায়ন পদ্ধতির বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো নতুনভাবে চিন্তা-ভাবনা করতে পারবে।

তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাসের সময় আগের মতোই থাকবে। লেকচারের সংখ্যা কমানোর প্রয়োজন হলেও পুরো সিলেবাসের পাঠ শেষ করতে হবে।

চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতিমূলক ছুটি, দুই পরীক্ষার মাঝের ছুটি এবং দুটি বর্ষ বা সেমিস্টারের মাঝের ছুটি কমাতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো।

উল্লেখ্য করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তবে অনলাইনে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় ক্লাস নিয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর