thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

গাইবান্ধায় দুই মহল্লাবাসীর সংঘর্ষ : আহত ২৫

২০১৩ অক্টোবর ২৩ ০৯:৪১:৩২
গাইবান্ধায় দুই মহল্লাবাসীর সংঘর্ষ : আহত ২৫
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : গাইবান্ধার মোমেনপাড়া ও সবুজপাড়ার বাসিন্দাদের মধ্যে চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে দিনভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ জন আহত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৫৫ রাউন্ড রাবার বুলেট এবং ১৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পুরাতন বাজার সংলগ্ন এলাকায় ব্যাটারিচালিত অটো ও ভাড়ায়চালিত মোটরসাইকেল স্ট্যান্ডের চাঁদাবাজিকে কেন্দ্র করে সবুজপাড়া ও মোমেনপাড়ার যুবকদের গত কয়েকদিন ধরে ধাওয়া-পাল্টাধাওয়া চলে আসছিল।

এরই জের ধরে মঙ্গলবার সকালে সবুজপাড়ার লোকজন মোমেনপাড়ায় অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়।

এরপর মোমেনপাড়ার লোকজন রাস্তায় নেমে এলে দিনভর দফায় দফায় লাঠিসোটা, রামদা, চাপাতি, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ চলতে থাকে।

এই সংঘর্ষে শংকর সাহা, মহিন্দ্রনাথ, শাকিব, মাহিসহ কমপক্ষে ২৩ জন আহত হন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ ও গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার, পৌর মেয়র শামছুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

মোমেনপাড়ার অধিবাসীরা জানান, পুলিশের উপস্থিতিতে তাদের মহল্লায় হামলার ঘটনা ঘটলেও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে।

পুলিশ সুপার মো. সাজিদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এএস/জেএম/অক্টোবর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর