thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

টাঙ্গাইলে ছাত্র ও যুবলীগ নেতাকে কুপিয়েছে হরতাল সমর্থকরা

২০১৩ অক্টোবর ২৩ ১১:৩৯:২৬ ০০০০ 00 ০০ ০০:০০:০০
টাঙ্গাইলে ছাত্র ও যুবলীগ নেতাকে কুপিয়েছে হরতাল সমর্থকরা
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বুধবারের হরতাল চলাকালে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছেন হরতাল সমর্থকরা। সকাল ৮টার দিকে উপজেলার সুতী কালিবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে।

ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুকে গ্রেপ্তারের প্রতিবাদে টাঙ্গাইলে সকাল-সন্ধ্যা হরতাল করছে উপজেলা ছাত্রদল।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকাল ৮টার দিকে সুতী কালিবাড়ী এলাকায় হরতালের সমর্থনে উপজেলা ছাত্রদল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক জালাল উদ্দিন ও ছাত্রলীগের যুগ্ম সাধারণ আহ্বায়ক নজরুল ইসলাম রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় হরতাল সমর্থকদের সাথে তাদের ধাওয়া-পাল্লাধাওয়া হয়।

পরে হরতাল সমর্থকরা সঙ্ঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা তাদের মাথায় ও কোমরের নিচের অংশে কুপিয়ে জখম করে।

পুলিশ তাদেরকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনার পর থেকে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তায় নেই।

(দিরিপোর্ট২৪/ওএস/জেএম/অক্টোবর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর