thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

রাজধানীতে ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বার মৃত্যু

২০১৩ অক্টোবর ২৩ ১৬:০৬:২৪
রাজধানীতে ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বার মৃত্যু
দিরির্পোট২৪ প্রতিবেদক : রাজধানীর ভাটারায় ভুল চিকিৎসায় তাসলিমা আক্তার (২৫) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বামী মাসুম জানান, মঙ্গলবার সকাল ১০টায় অসুস্থ অবস্থায় তাসলিমাকে নূরের চেলা এলাকার নতুন বাজার সংলগ্ন জলিল খন্দকারের বাড়ির মুক্তিযোদ্ধা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে ডা. মশিউর ও ডা. মানিকের অধীনে তিনি চিকিৎসা নেন।

তিনি অভিযোগ করেন, পেটের বাচ্চা মারা গেছে বলে দুই চিকিৎসক তাকে অপারেশনের কথা বলেন। রাতে অপারেশন করা হয়। এরপর বুধবার সকালে দ্বিতীয়বার অপারেশন করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সকাল ১১টায় তাসলিমাকে ঢাকা মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাসুম আরো জানান, তাসলিমার মৃত্যুর খবর শোনার পর ওই দুই চিকিৎসক পলাতক আছেন। স্ত্রীকে হত্যার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

তাসলিমা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

(দিরির্পোটার২৪/দিপু/এমডি/অক্টোবর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর