thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

রাজধানীতে পুলিশের অভিযান, প্রেস ক্লাব থেকে আটক ১৬

২০১৩ অক্টোবর ২৩ ১৯:২১:৪২ ০০০০ 00 ০০ ০০:০০:০০
রাজধানীতে পুলিশের অভিযান, প্রেস ক্লাব থেকে আটক ১৬
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে। ইতোমধ্যে জামায়াত ইসলামের পল্টন ও মগবাজার কার্যালয়ে তল্লাশি সম্পন্ন হয়েছে। প্রেস ক্লাব চত্বর থেকে আটক করা হয়েছে ১৬ জনকে। এছাড়াও অন্যান্য স্থান থেকেও সন্দেহভাজনদের আটক করা হয়েছে।

ডিএমপির মুখপাত্র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দিরিপোর্ট২৪কে বলেন, পুলিশের নিয়মিত অভিযানের অংশ এটি। রাজনৈতিক বিবেচনা বা উদ্দেশ্যমূলকভাবে কাউকে আটক করা হচ্ছে না। যাদের আটক করা হয়েছে- তারা বিভিন্ন মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি।

২৫ অক্টোবরকে সামনে রেখে পুলিশ কোন অভিযান পরিচালনা করছে না উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, পুলিশি অভিযান চলছে এবং তা চলবে। এখানে ২৫ অক্টোবর কোন বিষয় নয়।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আশরাফুজ্জামন বলেন, বিকেল ৫টার দিকে পল্টনে জামায়াত ও শিবির কার্যালয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে ইনামুল নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছে ৫টি বই পাওয়া গেছে।

এদিকে, নাশকতার আশঙ্কায় বুধবার বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী সম্মিলিত পরিষদের সভায় অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ১৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে দিগন্ত টিভির সাংবাদিক, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।

আটকরা হলেন- দিগন্ত টেলিভিশনের সাংবাদিক ফজলুল হক শামীম, মওলানা আবুল কালম আজাদ, বোরহান উদ্দীন, রোকনউদ্দীন আহমেদ (শিক্ষক), আমীন হোসেন (ছাত্র), আমিনুল ইসলাম (চাকরিজীবী), আবুল কালাম (চাকরিজীবী), ডা. সাইফুল ইসলাম চৌধুরী, ইউসুফ আলী ও আবুল কালাম আজাদ।

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, নাশকতা করতে পারে এমন সন্দেহ থেকেই তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হবে।

সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জামায়াতের মগবাজার এলাকায় অভিযান চালায় রমনা থানা পুলিশ।

দুপুরে হাইকোর্ট মাজারের সামনে থেকে পাঁচ ব্যক্তিকে আটক করে র‌্যাব। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে শাহবাগ থানার ইন্সপেক্টর আবদুল জলিল বলেন, ঢাকার বাইরের একটি মামলায় তাদের আটক করা হয়।

(দিরিপোর্ট২৪/দীপু/আইজেকে/এমএআর/অক্টোবর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর